ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

বোতলের আঘাত যাচাইয়ে এমআরআই করালেন মাহফুজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি-সংগৃহীত

বোতল নিক্ষেপের ঘটনায় আহত মাহফুজ আলমের শারীরিক অবস্থা যাচাইয়ে এমআরআই (MRI) পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বৃহস্পতিবার (১৫ মে) ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মাথায় আঘাত লেগেছে কি না, তা নিশ্চিত হতে উপদেষ্টা মাহফুজের এমআরআই করানো হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।’

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়ালেও প্রাথমিকভাবে গুরুতর কোনো জখমের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় একটি পানির বোতল এসে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ও ক্যাম্পাসে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।