মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের দিকে ডিম ও জুতা ছুড়ে মারার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘টার্গেট ঠিক নাই। বেশি ডিম পুলিশের গায়ে কেন? জবাব চাই।’
এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হত্যা ও অন্যান্য অভিযোগে দায়ের করা মামলার শুনানি শেষে মমতাজ বেগমকে আদালত থেকে বের করে নেওয়ার সময় জনতার একাংশ বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় এক যুবক পরপর দুটি ডিম ও একটি জুতা মমতাজের দিকে ছুড়ে মারেন। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মমতাজকে আদালতে হাজির করলে রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলায় ৬ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।
মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। ওই বছরই তিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনীত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সাধারণ আসন থেকে এমপি নির্বাচিত হন।
তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেলেও দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।