বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৭:২৬ পিএম

বাংলাদেশ দল থেকে ফাহামিদুলকে বাদ দেওয়ায় সমর্থকদের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৭:২৬ পিএম

বাংলাদেশ দল থেকে ফাহামিদুলকে বাদ দেওয়ায় সমর্থকদের ক্ষোভ

ছবি: সংগৃহীত

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছায়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এছাড়াও এই ম্যাচের প্রাথমিক দলে ছিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। যোগ দিয়েছিলেন তায়েফে বাংলাদেশ দলের ক্যাম্পেও। তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি এই ফুটবলারের। তায়েফ থেকে ইতালিতে ফিরে গেছেন তিনি।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ দল সৌদি আরব থেকে ঢাকায় ফিরলেও দলের সঙ্গে আসেননি ফাহমিদুল।

ফাহমিদুলকে বাদ দেওয়ায় ক্ষোভ দেখা গেছে বাংলাদেশের ফুটবল ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এনিয়ে ব্যাপক সমালোচনা চলছে। অনেকর মনে করছেন, বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের মাধ্যমে চলে এবং সিন্ডিকেটের কারণে ১৮ বছর বয়সী প্রতিভাবান এই ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে ১৮ বছর বয়সী এই তরুণ ফুটবলারকে পুনরায় জাতীয় দলে ডাকার দাবি জানিয়েছে ফুটবল ভক্তরা। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে ও ফাহমিদুলকে দলে ফেরানোর দাবি নিয়ে রাজধানীর মতিঝিলের বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন কিছু ভক্ত।

এছাড়া ভক্তরা সামাজিক মাধ্যমে ‘স্ট্যান্ড উইথ ফাহমিদুল’ হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ শুরু করেন।

ফাহমিদুলকে প্রাথমিক দলে ডেকে বাদ দেওয়ার বিষয়ে কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরও সময় প্রয়োজন।’

 

আরবি/আরডি

Link copied!