পেহেলগাম-এর নারকীয় ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত। অগাস্টে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের বাংলাদেশ সফর বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর কারণ হিসেবে বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যকে দেখা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে তিনি ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্য দখলের হুমকি দেন এবং পেহেলগাম হামলার জন্য সরাসরি ভারতকে দায়ী করেন।
আলম ফজলুর রহমান তার পোস্টে লেখেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিৎ হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এব্যাপারে চিনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।
পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটা স্ট্র্যাটেজিক বিষয়। পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত, পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে চিনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব সাত রাজ্যকে দখলে নেওয়া এটা ভারতের,পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া।
শুধু তাই নয়, পেহেলগাম হামলা নিয়েও তিনি আরও একধাপ এগিয়ে দাবি করেন, ‘নরেন্দ্র মোদী সরকার পহেলগাঁওয়ে নিজেরা পর্যটকদের হত্যা করে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করেছে।’
মনে করা হচ্ছে, আলম ফজলুর রহমানের এই ধরনের প্ররোচনামূলক মন্তব্যের পরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ সফর বাতিলের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একটি সাদা বলের সিরিজ হওয়ার কথা ছিল। সিরিজের প্রথম দুটি ওডিআই (১৭ ও ২০ অগাস্ট) এবং শেষ দুটি টি-টোয়েন্টি (২৯ ও ৩১ অগাস্ট) ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এছাড়া, তৃতীয় ওডিআই (২৩ অগাস্ট) ও প্রথম টি-টোয়েন্টি (২৬ অগাস্ট) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল।
আপনার মতামত লিখুন :