ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাগজে কলমে আগেই বাদ হয়ে গেছে চেন্নাই সুপার কিংস। তবে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য। এমন ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় চেন্নাইকে ২ রানে হারিয়েছে রজত পাতিদারের বেঙ্গালুরু।
শনিবার (৪ মে) রাতে বেঙ্গালুরু চেন্নাসোয়ামি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। এদিন বেঙ্গালুরুর দেওয়া ২১৪ রানে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১১ রানে থামে মহেন্দ্র সিং ধোনির দল।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই ওপেনার বিরাট কোহলি ও জেকব বেথেল দারুণ শুরু করেন। এই দুই ব্যাটারের ৯৭ রানের জুটিতে বড় সংগ্রহের আভাস পায় বেঙ্গালুরু। তবে দলীয় ৯৭ রানে বেথেল (৫৫) ও ১২১ রানে বিরাট কোহলি (৬২) রান করে সাজঘরে ফিরলে খেই হারায় বেঙ্গালুরু।
দেবদূত পাডিক্কাল, অধিনায়ক রজত পতিদার এবং জিতেশ শর্মা দ্রুতই বিদায় নেন। তবে শেষদিকে ঝড় তোলেন শেফার্ড। সাত নম্বরে নেমে ক্যারিবিয়ান তারকা ৬টি ছক্কা ও ৪টি চারের মারে ১৪ বলে ফিফটি তুলে নেন। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৩ রানের বড় সংগ্রহ পায় বেঙ্গালুরু।
চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাথিশা পাথিরানা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন চেন্নাইয়ের দুই তরুণ ওপেনার শাইক রশিদ ও আয়ুষ মাত্রে। ৫১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে ১১ বলে ১৪ করে রশিদের বিদায়ের পর স্যাম কারানও ২২ গজে থিতু হতে পারেনেনি।
এতে চেন্নাই কিছুটা চাপে পড়লেও তৃতীয় উইকেটে দলকে জয়ের স্বপ্ন দেখান রবীন্দ্র জাদেজা ও আয়ুষ মাত্রে। এ দুই ব্যাটার গড়েন ১১৪ রানের জুটি। ৪৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৪ রান করে আয়ুশ আউট হলেও অপরাজিত থাকেন জাদেজা। তবে এরপর দেওয়াল্ড ব্রেভিস বা মহেন্দ্র সিং ধোনি তার যোগ্য সঙ্গী হতে পারেননি।
শেষদিকে সুযোগ পেয়েও চেন্নাইকে জয় এনে দিতে পারেননি দুবে। শেষ ওভারে ১৫ রান তাড়া করে শেষ পর্যন্ত তা তুলতে পারেনি দলটি। ৪৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন জাদেজা। বেঙ্গালুরুর হয়ে ৩০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি।
এ জয়ে ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বেঙ্গালুরু। বড় কোনো অঘটন না ঘটলে তাদের প্লে অফ এক প্রকার নিশ্চিত।
আপনার মতামত লিখুন :