রাশিয়ার শাসক ভ্লাদিমির পুতিনের বাড়ির ভেতরটা দেখলে চমকে উঠবেন যে কেউ।
সম্প্রতি, ক্রেমলিনে পুতিনের অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিও বানাতে ইচ্ছাপোষণ করেন স্থানীয় এক সাংবাদিক। অবাক বিষয় হলো, সেই প্রস্তাবে রাজিও হন রুশ প্রেসিডেন্ট। এমনকি নির্দিষ্ট দিনে পুতিনের বাসায় হাজিরও হন সংবাদ মাধ্যমের পুরো টিম।
পুতিন নিজেই তার ক্রেমলিনের রহস্য ঘেরা বাড়িটি ঘুরে দেখান তাদের।
এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
স্বর্ণ আবৃত দরজার বাইরে কথোপকথন করতে দেখা যায় প্রতিবেদক ও রুশ শাসককে। দরজা খোলার পর যা দেখা যায় তা যেন কোনো রাজপ্রসাদ থেকে কম নয়। পুতিন সাংবাদিকদের ঘুরে দেখালেন তার ক্রেমলিন ঘর। যেখানে শোভা পেয়েছে বিশালাকৃতি পিয়ানো হতে শুরু করে ঝাড়বাতিসহ নানাবিধ উচ্চাবিলাসী বস্তু।
পূর্বে যেখানে ক্রেমলিন আবাস শুধু পুতিনের ঘনিষ্ঠ কর্মী ব্যতীত বাকি সবার কাছে ছিল রহস্যে ঘেরা, সেখানে এ দর্শন যেন কোনো অমাবশ্যার চাঁদ দেখার চেয়ে কম কিছু নয়। দরজা খুললেই বিশাল সাদা পিয়ানো যেন নজর কেড়ে নিতে বাধ্য।
এ ছাড়াও ঘরে ঝাড়বাতি ও রুশ সম্রাট তৃতীয় আলেকজান্ডারের তৈলচিত্র আপনার নজর এড়াতে পারবে না। আরও লক্ষ্য করলে দেখা যায়, ঘরে একটি পাঠকক্ষ, দুটি শোবার কক্ষ ও একটি ছোট গীর্জাও আছে।
মার্চ ২০২৩ এ চীন প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘরে কর্মভোজে আমন্ত্রিত হয়েছিলেন বলে জানান পুতিন।
রহস্যে ঘেরা ও জন নজরের আড়ালে থাকা এই রুশ প্রেসিডেন্টের এভাবে জনগণের সামনে নিজের বিলাসী জীবনযাত্রা প্রকাশের নিন্দাও করেছেন অনেকে। অসংখ্য নাগরিক যেখানে যুদ্ধে প্রাণ হারাচ্ছেন সেখানে তার অভিজাত্যের জীবন দেখিয়ে তিনি অহংকারের পরিচয় দিয়েছেন বলে ধারণা অনেক নেটিজেনদের।
আপনার মতামত লিখুন :