ব্যাপক আন্দোলনের মধ্যে গত বছর আগস্টে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব ছাড়েন নাজমুল হাসান পাপন। তার স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ।
তবে সম্প্রতি ফারুক আহমেদের বিরুদ্ধে একটি নতুন বিতর্ক সামনে এসেছে। ক্রিকেট বোর্ডের অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরের অভিযোগ থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবসা নিয়েও তীব্র প্রশ্নের মুখে পড়েছেন দেশের ক্রিকেটের শীর্ষ কর্তা। তা ছাড়া কেউ কেউ তাকে ফ্যাসিস্ট রেজিমের অংশ হিসেবেও আখ্যায়িত করছেন।
তবে এসবকে কানে তুলছেন না বোর্ড সভাপতি। উল্টো অভিযোগগুলোকে পক্ষপাতিত্বমূলক অহেতুক সমালোচনা বলে আখ্যায়িত করেছেন তিনি।
শনিবার (৩ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, আমার ফ্যাসিস্টদের সাথে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকত আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না।
এ সময় তিনি আরও বলেন, ‘আমি সবসময় গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু কিছু সমালোচনা উদ্দেশ্যপ্রণোদিত হয়, যা আসল কাজে বাধা সৃষ্টি করে। আমার মূল লক্ষ্য বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া। যেখানে ত্রুটি আছে, সেগুলো চিহ্নিত করে কাজ করব।’
ফারুক আহমেদ জানান, ভালো কাজের প্রশংসা এবং খারাপ কাজের গঠনমূলক সমালোচনাকে তিনি স্বাগত জানান। ভালো কাজগুলো অনেক সময় চোখের আড়ালে চলে যায়। আপনারা যদি সত্যটা তুলে ধরেন এবং পক্ষপাতদুষ্ট না হন, তাহলে আমরা একটি স্বচ্ছ পরিবেশে এগোতে পারব।’
আপনার মতামত লিখুন :