বগুড়ায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম।
নিহতরা হলেন, মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)। তারা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের ছেলে।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে দুই ভাই নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :