অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্তে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ মে) রাত দুইটার দিকে তাদের আটক কর হয়।
বিজিবি সূত্র জানায়, আটক ১০ জনই বাংলাদেশি।
এ সময় আটকরা বিজিবিকে জানিয়েছে, অবৈধ পন্থায় তারা বিভিন্ন সময় ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়ার পর বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশে পাঠিয়েছে।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে বিজিবি সদস্যরা টহলের সময় ভারত থেকে অবৈধভাবে কয়েকজনকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেখেন। এ সময় ১০ জনকে আটক করা হয়।
ওসি বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নামে মামলা করে মুজিবনগর থানায় পাঠানো হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :