তুরস্ক থেকে ৪০০ কিলোভোল্ট ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিদ্যুৎ কিনবে সিরিয়া। ‘শীঘ্রই’ এ সংক্রান্ত্র চুক্তিতে স্বাক্ষর করবে দুই প্রতিবেশী রাষ্ট্র।
রোববার (৪ মে) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দেশটির জ্বালানি মন্ত্রী মোহাম্মদ আল-বশিরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আল-বশির বলেন, তুরস্কের সীমান্তবর্তী শহর কিলিস ও সিরিয়া উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর মধ্যে সংযোগের জন্য একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ করছে। এই পাইপলাইনের মাধ্যমে সিরিয়ার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রতিদিন ৬ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে। যা দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতিতে অবদান রাখবে।
তিনি আরও বলেন, ‘শীঘ্রই’ তুরস্ক থেকে ৪০০ কিলোভোল্ট ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিদ্যুৎ আমদানির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করতে যাচ্ছে সিরিয়া।
বাশার আল-আসাদের পতনের পর তীব্র বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন হয়েছে সিরিয়া। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীরা বিভিন্ন সময় বলেছেন, তারা জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য উপসাগরীয় দেশগুলোসহ অংশীদারদের সঙ্গে কাজ করছেন।
সিরিয়া তীব্র বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন হয়েছে। দেশটি বলেছে যে, তারা জ্বালানি ও বিদ্যুৎ খাতে উপসাগরীয় দেশগুলো-সহ অংশীদারদের সঙ্গে কাজ করছে।
আপনার মতামত লিখুন :