সোমবার, ০৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:৫১ পিএম

সাতক্ষীরার সুস্বাদু আম বাজারে আসছে আগামীকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:৫১ পিএম

সাতক্ষীরার সুস্বাদু আম বাজারে আসছে আগামীকাল

ছবি : রূপালী বাংলাদেশ

মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম দেশের অন্য এলাকার তুলনায় আগেভাগে পরিপক্ব হয়। ফলে প্রতিবছর এই এলাকার আম আগাম বাজারে পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় এবার সাতক্ষীরার সুস্বাদু আম আগামীকাল সোমবার (৫ মে) থেকে বাজারে আসছে। 

জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রথম ধাপে বাজারে আসবে বেশ কয়েক জাতের সুস্বাদু আম। এর মধ্যে রয়েছে- গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম।

সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের কদর দেশ-বিদেশে। ফলে বাজারে আগে উঠায় তুলনামূলক ভালো দাম পান কৃষকরা।

সাতক্ষীরা জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে প্রায় ৫ হাজার আমবাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৮০০ মেট্রিক টন। এর মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টনের গুণগত মান ঠিক রাখতে জেলা প্রশাসন আম সংগ্রহ ও বাজারজাতের নির্ধারিত সময় বেঁধে দিয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী—গোবিন্দভোগ ও গোপালভোগ ৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি ৫ জুন থেকে বাজারজাত করা যাবে। ইতোমধ্যে গোবিন্দভোগ আম পাকতে শুরু করেছে এবং আগেভাগেই বাজারে উঠেছে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘সাতক্ষীরার আমই দেশের বাজারে প্রথম পেকে আসে। ফলে এর চাহিদাও অনেক বেশি। এ জেলার আমের স্বাদও অতুলনীয়।’

তবে বাজার ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানাচ্ছেন কৃষকরা। তাদের অভিযোগ, সাতক্ষীরায় একটি মাত্র বড় বাজার থাকায় সবাইকেই সেখানেই আম বিক্রি করতে হয়।

কৃষকদের দাবি, কয়েকটি বাজার চালু হলে এবং খোলা মাঠে ভ্রাম্যমাণ পাইকারি বাজার বসলে ভালো দাম পাওয়া যেত। জেলা প্রশাসনের প্রতি তারা এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করলে সাতক্ষীরার আম চাষিরা আমের ভালো দাম পাবে। ফলে আমচাষি বাড়বে এবং কর্মসংস্থান বাড়বে বেকারদের।’

Link copied!