‘জুলাই বিপ্লবের তাৎপর্য অনেক গভীর’ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লব এ দেশের তরুণদের চেতনার জাগরণ, যা নতুন রাজনীতির সূচনা করেছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে বাংলা একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমাদের ইতিহাসে অনেক গৌরবময় ও অনেক মহিমান্বিত ঘটনা রয়েছে যা যথাসময়ে প্রকাশিত হয় না। আমাদের এই উপমহাদেশে বর্তমানে রাজনীতির এমন একটা সময় যাচ্ছে যেখানে সত্য কথা বলা, ইতিহাসের সত্য ঘটনা বই হিসেবে প্রকাশ করা এবং পাঠ করা একটি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, একটি বিষময় সময় আমরা পার করছি, পুরো উপমহাদেশেই সেটা শুরু হয়েছে। তার মধ্যে যদি এ ধরনের উদ্যোগ থাকে যে ঘটে যাওয়া সময়গুলো, দিনগুলো নিয়ে সত্য কথার ওপর ভিত্তি করে বই রচিত করে প্রকাশ করা হয়, আমি মনে করি, তারাই সার্থক মানুষ হিসেবে বিবেচিত হবে আমাদের দেশে, আমাদের সমাজে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘জুলাই বিপ্লবের তাৎপর্য অনেক গভীর। ১৬ বছর আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের যে নিপীড়ন ও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে, বারবার মামলা গ্রেপ্তার, রিমান্ড, নির্যাতন; এসব সময়কে ধারণ করে যে পটভূমি রচিত হয়েছে তার মধ্য দিয়েই এ দেশের মানুষ জুলাই বিপ্লবের সূচনা করেছে। দেশের মানুষ চেয়েছে তাদের ইচ্ছা-অনিচ্ছার ওপর, তাদের আশা-আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে এই দেশ পরিচালিত হবে। একজন মানুষের ইচ্ছা অনিচ্ছার ওপর ভিত্তি করে এই দেশ পরিচালিত হতে পারে না।’
তিনি আরও বলেন, তরুণরা কোনো মিথ্যা বয়ানে বিশ্বাস করেনি। তারা পারিবারিক সীমা, শিক্ষাঙ্গন পেরিয়ে রাজপথে বুক পেতে দিয়েছিল স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুর সামনে। একজন গুলিবিদ্ধ হলে আরেকজন তাকে পানি দিতে এগিয়ে গেছে। সেই সময়ও গুলি থামেনি।
আপনার মতামত লিখুন :