শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৩:৪৯ পিএম

১৮তলা থেকে পড়েও জীবন বাঁচল শিশুর, রক্ষা করল গাছ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৩:৪৯ পিএম

শিশুর জীবন বাঁচানো গাছটির নিচে কৃতজ্ঞতাস্বরূপ লাল ফুল সাজিয়ে দেন বাবা। ছবি- সংগৃহীত

শিশুর জীবন বাঁচানো গাছটির নিচে কৃতজ্ঞতাস্বরূপ লাল ফুল সাজিয়ে দেন বাবা। ছবি- সংগৃহীত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের হাংজু শহরের এক অবিশ্বাস্য ঘটনা সাড়া ফেলেছে পুরো বিশ্বে। তিন বছর বয়সি এক শিশু ১৮তলা ভবন থেকে পড়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে। আর তার জীবন বাঁচিয়েছে একটি গাছ। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ জুলাই শিশুটিকে তার দাদা-দাদির কাছে রেখে বাইরে গিয়েছিলেন মা-বাবা। দাদা-দাদি ধারণা করেছিলেন, শিশুটি ঘুমাচ্ছে, তাই তারাও ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ করে বাজারে যান। এরমধ্যেই শিশুটি ঘুম থেকে উঠে বাথরুমে যায়। বাথরুমের জানালায় ছিল না কোনো নিরাপত্তা গ্রিল। এরপর টয়লেটে উঠে জানালার কাছাকাছি যাওয়ার পর সেখান থেকেই নিচে পড়ে যায়।

পড়ে যাওয়ার সময় প্রথমে ১৭তলার একটি খোলা জানালার সঙ্গে ধাক্কা খায় শিশুটি। এরপর দিক পরিবর্তন হয়ে সরাসরি একটি গাছের ওপর পড়ে যায়। গাছটি শিশুটির গতি কমিয়ে কংক্রিটে সরাসরি পড়া থেকে রক্ষা করে। এটিই শিশুটির জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিশুটির বাবা জানান, ‘সিসিটিভি ফুটেজ দেখার আগে আমি বিশ্বাসই করতে পারিনি যে, সে ১৮তলা থেকে পড়েছে।’ পরে তিনি গাছটির নিচে কৃতজ্ঞতাস্বরূপ একটি বড় লাল ফুল সাজিয়ে দেন, যা চীনা ঐতিহ্যে সম্মান ও উদযাপনের প্রতীক।

শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করেন। তবে তার বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে চাপ লেগেছে এবং অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গে কিছুটা ক্ষতি হয়েছে। তবে মাথায় কোনো আঘাত লাগেনি এবং সে সচেতন অবস্থাতেই ছিল।

Shera Lather
Link copied!