আফগানিস্তানে এবার কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। এর মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স। আফগান নাগরিকরা অভিযোগ করছেন, তাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও দেখা যাচ্ছে না, আর ইনস্টাগ্রামে লগইন করাও এখন কঠিন হয়ে গেছে।
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে শরিয়া আইনের ভিত্তিতে নারী শিক্ষা বন্ধসহ একের পর এক বিধিনিষেধ জারি করেছে তালেবান বাহিনী।
সবশেষ সেপ্টেম্বরে ইন্টারনেটের ওপর কঠোর হয় তালেবান সরকার। অশ্লীলতা রোধে দেশজুড়ে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে তারা। পরে মাসের শেষে আফগানিস্তানজুড়ে টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দেয় তালেবান বাহিনী।
এতে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি সেবা গুরুতরভাবে ব্যাহত হয়। বাতিল হয় কাবুল বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট। যদিও ৪৮ ঘণ্টা পর ইন্টারনেট ও টেলিকম পরিষেবা সচল করে তালেবান বাহিনী।
ইন্টারনেট বন্ধের রেশ না কাটতেই এবার আফগানিস্তানে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, সারা দেশেই ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সসহ কয়েকটি প্ল্যাটফর্মে নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমিত করতে ফিল্টার বসানো হয়েছে।
তবে ঠিক কোন ধরনের পোস্ট ও ভিডিও ফিল্টারের আওতায় পড়ছে তা স্পষ্ট করেনি তালেবান কর্তৃপক্ষ। যদিও এবার সম্পূর্ণ ইন্টারনেট নিষিদ্ধ হবে না বলে নিশ্চিত করেছে তারা।
আফগান নাগরিকদের অভিযোগ, তাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও দেখা যাচ্ছে না। তা ছাড়া, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা। তা ছাড়া, মোবাইল ইন্টারনেটে ধীরগতির অভিযোগও এনেছেন অনেকে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন