বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৫:২৮ পিএম

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরীয় লেখক লাসলো

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৫:২৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাহোরকাই। মনোমুগ্ধকর ও দূরদর্শী লেখনির জন্য তাকে এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করেছে রয়্যাল সুইডিশ একাডেমি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

সুইডিশ একাডেমি জানায়, ক্রাসনাহোরকাইয়ের রচনা গভীর দার্শনিক ভাবনা ও অনন্য ভাষাশৈলীতে মানব অভিজ্ঞতার জটিলতাকে প্রকাশ করেছে। তার লেখনি বৈশ্বিক অস্থিরতা ও ভয়াবহতার মধ্যেও শিল্পের স্থায়ী শক্তি ও মানবতার আশা পুনরায় প্রতিষ্ঠা করেছে।

লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে হাঙ্গেরির দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট শহর গিউলায় জন্মগ্রহণ করেন। এই ধরনের একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকাকেই কেন্দ্র করে লেখা তার প্রথম উপন্যাস ‘সাতানতাঙ্গো’, যা ১৯৮৫ সালে প্রকাশিত হয় (ইংরেজি অনুবাদ ২০১২)। উপন্যাসটি হাঙ্গেরিতে প্রকাশের পরই সাহিত্যজগতে আলোড়ন তোলে এবং লেখকের জীবনে এটি ছিল এক বিরাট সাফল্য।

তার আরেক বিখ্যাত উপন্যাস ‘হাবোরু এশ হাবোরু’ (১৯৯৯; ইংরেজি অনুবাদ ওয়ার অ্যান্ড ওয়ার, ২০০৬)-এ লেখক হাঙ্গেরির সীমান্ত ছাড়িয়ে দৃষ্টি বিস্তার করেছেন। এখানে এক সাধারণ আর্কাইভ কর্মচারী করিন, জীবনের শেষ অধ্যায়ে সিদ্ধান্ত নেয় বুদাপেস্টের প্রান্ত থেকে নিউ ইয়র্কে যাওয়ার, যেন এক মুহূর্তের জন্য হলেও সে ‘বিশ্বের কেন্দ্রবিন্দুতে’ দাঁড়াতে পারে। আর্কাইভে সে খুঁজে পেয়েছে এক অতিপ্রাচীন ও অপূর্ব মহাকাব্য, যেটিকে সে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়।

১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৭ বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। আর সবমিলিয়ে ১২১ সাহিত্যিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে ১৮ জন হলেন নারী। এ ছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে।

এ বছর নোবেলজয়ীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকলে পুরস্কারে অর্থ তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।

Link copied!