জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে।
একইসঙ্গে খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে এপিডির অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, নানান অনিয়ম ও প্রশাসনিক অদক্ষতার কারণে গত ২১ সেপ্টেম্বর চুক্তিতে থাকা সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছিল। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ হওয়ায় নতুন সচিব নিয়োগ নিয়ে সরকারের অভ্যন্তরে ভেতরে টানাপোড়েন চলছিল।
সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান কাণ্ডের সঙ্গে মো. এরফানুল হক জড়িত থাকার কারণে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী তাকে বদলি করা হয়েছে।
এদিকে, এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন পক্ষের কর্মকর্তা ও তাদের দলের নেতারা নিজেদের অনুগত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ সচিব পদে বসানোর চেষ্টা চালাচ্ছেন। ফলে নিয়োগকারী কর্তৃপক্ষ কিছুটা সময়ক্ষেপণ কৌশল অবলম্বন করেছে বলে জানা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন