ক্রিকেট ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, ০২ আগস্ট ছিলো অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। স্মিথের ডাবল সেঞ্চুরি, বোথামের জাদু আর মুরতাগের লর্ডস জয়। এবং আজকের এই দিনে যারা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন নানা প্রজন্ম।
চলুন ফিরে দেখা যাক আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ক্রিকেটীয় মুহূর্ত।
গ্রায়েম স্মিথের দুরন্ত ডাবল সেঞ্চুরি (২০০৩)
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে একক আধিপত্য বিস্তার করেছিলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। সেদিন আফ্রিকার পেসার মাখায়া এনটিনির দাপটে ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ১৭৩ রানে অলআউট হয়ে যায়।
এরপর স্মিথের ব্যাট থেকে আসে বিধ্বংসী ২৫৯ রানের ডাবল সেঞ্চুরি, যা ম্যাচটিকে দক্ষিণ আফ্রিকার পক্ষে একতরফা করে তোলে।
ইয়ান বোথামের অলৌকিক স্পেল (১৯৮১)
এজবাস্টনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১৫১ রান। কিন্তু আবারও মঞ্চে আবির্ভূত হন ইয়ান বোথাম। হেডিংলির পর এবার বল হাতে তিনি নিলেন ৫ উইকেট মাত্র ১ রানে!
ইংল্যান্ডের নাটকীয় জয় তাদের ২-১ ব্যবধানে এগিয়ে দেয় ‘বোথামের অ্যাশেজ’ হিসেবে পরিচিত পায় সেই সিরিজ।
বয়কটের প্রত্যাবর্তন ও প্রথম জয় (১৯৭৭)
অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্ট ব্রিজে জিওফ বয়কটের প্রত্যাবর্তনের ম্যাচেই ইংল্যান্ড পেল ১৯৩০ সালের পর প্রথম জয়। বয়কট প্রথম ইনিংসে শতক এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮০ রান করে নেতৃত্ব দেন।
এটি ছিল ইংল্যান্ডের অ্যাশেজ পুনরুদ্ধার অভিযানের অন্যতম ভিত্তি।
ডেভিড গাওয়ারের সোনালি গ্রীষ্ম (১৯৮৫)
অল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে নিজের টেস্ট ক্যারিয়ারে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ডেভিড গাওয়ার। যদিও ম্যাচটি ড্র হয়েছিল।
তবে পুরো গ্রীষ্মজুড়ে ৭৩২ রান করে ইংল্যান্ডের ৩-১ অ্যাশেজ জয়কে স্মরণীয় করে তোলেন তিনি।
লর্ডসে মারতাগের বিস্ময় (২০১৯)
আয়ারল্যান্ডের টিম মারতাগ ইংল্যান্ডকে মাত্র ৮৫ রানে গুটিয়ে দিয়ে চমক দেখান ঐতিহাসিক লর্ডসে। ৫ উইকেট নিয়ে ইংলিশ শিবিরে তাণ্ডব চালান এই মিডিয়াম পেসার।
যিনি ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলার পর ২০১২ সালে যোগ দেন আয়ারল্যান্ডে।
আজকের দিনে অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা
১৯৯৬: পাকিস্তানি পেসার মোহাম্মদ জাহিদ নিজের অভিষেকেই ১১ উইকেট নিয়ে রেকর্ড গড়েন।
২০০০: ক্যান্ডিতে শ্রীলঙ্কাকে ৭ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।
১৯৫৮: এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের অলরাউন্ডার আর্শাদ আয়ুব। যিনি ১৯৮৮ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে দলকে জেতান।
২০১০: এই দিনে মৃত্যুবরণ করেন এরিক টিন্ডিল। যিনি একমাত্র ক্রীড়াবিদ যিনি নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট ও রাগবি উভয় ফরম্যাটেই আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন।
১৮৮৭: জন্ম নেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক টমি ওয়ার্ড, যিনি এক অভূতপূর্ব রেকর্ডে দুই ইনিংসেই হ্যাটট্রিকের তৃতীয় শিকার হন।
২ আগস্ট ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। মাঠে ব্যাট-বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।
আপনার মতামত লিখুন :