দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দাবি করেছেন, শেখ হাসিনার সময় দেশে সংঘটিত জঙ্গি হামলার ঘটনাগুলো ছিল সাজানো নাটক। তিনি বলেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক তার বইয়ে এ তথ্য লিখেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামিপক্ষের আইনজীবীদের জেরায় এ কথা জানান মাহমুদুর রহমান।
এদিন জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী মামুনের বিরুদ্ধে তার সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। তিন দিনের সাক্ষ্যগ্রহণ শেষে তিনি বলেন, ‘ন্যায়বিচার করা হোক যাতে শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হয়।’
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের সাক্ষ্যে মাহমুদুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগকে ব্যবহার করেছেন এবং ধীরে ধীরে ‘ফ্যাসিস্ট’ হয়ে উঠেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের বিরুদ্ধে যেমন ‘নেভার এগেইন’ বলা হয়েছিল, আমরাও চাই বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিস্ট শাসনের আগমন না ঘটে।
মাহমুদুর রহমানের সাক্ষ্যকে মামলার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে আসামিপক্ষ। আইনজীবীরা মনে করছেন, এ সাক্ষ্য বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি বড় প্রশ্ন তুলতে পারে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন