বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৩:২৫ পিএম

অবরোধ প্রত্যাহার করে সাতরাস্তা মোড় ছাড়ল কারিগরি শিক্ষার্থীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৩:২৫ পিএম

অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে চলমান সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে তারা জানিয়েছেন, আন্দোলন এখনই থামছে না- সড়ক ছাড়লেও তারা সাতরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করেন। এ সময় সড়ক বন্ধ থাকায় সাতরাস্তা মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।

পরে বেলা ২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন। তবে তারা ঘোষণা দেন, সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল করলেও আন্দোলনের অংশ হিসেবে তাদের অবস্থান কর্মসূচি চলবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির পক্ষে রাষ্ট্রীয় কার্যক্রম বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত যৌক্তিক ছয় দফার বাস্তবায়ন এবং ‘ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন’ চালু করা।

আন্দোলনের বিষয়ে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম বলেন, ‘শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষক সমাজও এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। আজকের কর্মসূচিতে অন্তত চারটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।’

অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

Link copied!