বগুড়ার দুপচাঁচিয়ায় ধর্মীয় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ১২টি মণ্ডপে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এই পূজা উদযাপিত হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে পূজা অনুষ্ঠিত হয়।
আগে বিভিন্ন পরিবারে পৃথকভাবে এ পূজা হলেও বর্তমানে কামার, কুমার, নরসুন্দর, স্বর্ণকারসহ সংশ্লিষ্ট পেশার লোকজন সংগঠিতভাবে সর্বজনীনভাবে পূজার আয়োজন করে থাকেন।
ধর্মীয় শাস্ত্রমতে, দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা। তিনি দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র। স্থাপত্য, শিল্প, সৃষ্টি ও নির্মাণই তার কর্মক্ষেত্র। শিল্প, কলকারখানা, স্বর্ণকার ও কর্মকার শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে তিনি প্রযুক্তিবিদ্যার দেবতা হিসেবে পরিচিত। উপবেদ, স্থাপত্যবেদ ও চতুঃষষ্টিকলার প্রকাশকও তিনি। কথিত আছে, যুগে যুগে পৃথিবীর যত সুন্দর নির্মাণশৈলী তৈরি হয়েছে, তার সবই বিশ্বকর্মার নকশায় গড়ে উঠেছে।
বুধবার দুপুর দেড়টায় পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সমিতির সকল সদস্য। পূজা অর্চনা শেষে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন