বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পূর্বাচল প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:৪৪ পিএম

গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর-চাঁদাবাজি, ১২ হিজড়া আটক

পূর্বাচল প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:৪৪ পিএম

আটক হিজড়াদের থানায় নেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

আটক হিজড়াদের থানায় নেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীসহ সাধারণ যাত্রীদের গাড়ি থামিয়ে চাঁদাবাজি এবং মারধরের অভিযোগে পুলিশ ১২ হিজড়াকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ি মোড়ে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: আইঘরটেকপাড়া এলাকার কাজলী, খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা। তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।

ওসি তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় এই চক্র সাধারণ মানুষকে হয়রানি করছিল। মানবিক কারণে এতদিন ব্যবস্থা না নিলেও ১৫ সেপ্টেম্বর প্রবাসীদের গাড়ি আটকিয়ে মারধরের ঘটনায় থানায় অভিযোগ জমা দিলে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার সামনে স্থানীয়দের ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

স্থানীয়রা জানান, আটককৃতদের মধ্যে অনেকেই প্রকৃত হিজড়া নন। তারা ছদ্মবেশে এশিয়ান হাইওয়ে, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড়ে চাঁদাবাজি করতেন। বিশেষ করে বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের গাড়িই ছিল তাদের প্রধান লক্ষ্য। গাড়ি থামিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতেন তারা। টাকা না দিলে চালক ও যাত্রীদের মারধর করতেন।

এই চক্রের কারণে দীর্ঘদিন সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। গাড়ি থামিয়ে জিম্মি করে টাকা আদায় করার কারণে এলাকায় ভীতি বিরাজ করত। পুলিশের অভিযানের ফলে চক্রটির পতন ঘটায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা আশা প্রকাশ করেছেন, এবার থেকে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

Link copied!