বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৪ পিএম

ফিলিং স্টেশন থেকে ট্রাক চুরি, ৬ ঘণ্টা বন্ধ তেল সরবরাহ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৪ পিএম

চুরির ঘটনাকে কেদ্র করে আক্কেলপুরে একটি ফিলিং স্টেশনে স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

চুরির ঘটনাকে কেদ্র করে আক্কেলপুরে একটি ফিলিং স্টেশনে স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে একটি ফিলিং স্টেশন থেকে ট্রাক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেদ্র করে আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জ্বালানি তেল বিক্রি বন্ধ ছিল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশন চত্বরে রাখা মেসার্স রেখা এন্টারপ্রাইজের নীল ট্রাকটি চুরি হয়। ট্রাকটি গত রাত ৯টায় চালক মো. হাসান আলী ফিলিং স্টেশনে পরিষ্কার করে রেখে যান। বুধবার সকালে মালিক মো. মশিউর রহমান এসে দেখেন ট্রাকটি নেই এবং পরে থানা পুলিশকে অবগত করেন।

খবর পেয়ে উপজেলা ট্রাক-শ্রমিক ইউনিয়নের কর্মীরা সকাল ১০টায় ফিলিং স্টেশন ঘিরে অবরোধ করে। এতে করে মোটরসাইকেল, বাস ও অন্যান্য যানবাহন মালিকদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম  অ্যান্ড অপস্) শেখ মো. জিন্নাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী এবং থানার ওসি মো. শফিকুর ইসলাম মিলিতভাবে ট্রাক মালিক ও ইউনিয়ন কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধান করেন। পরে অবরোধ তুলে নেওয়া হয় এবং তেল বিক্রি শুরু হয়।

ট্রাকচালক মো. হাসান আলী জানান, ‘রাত ৯টার দিকে ট্রাক স্টেশনে রেখে যাই। সকালে দেখি চুরি হয়ে গেছে।’

ট্রাক মালিক মো. মশিউর রহমান বলেন, ‘গাড়িটি লক করা ছিল। আক্কেলপুর ফিলিং স্টেশনে নিরাপত্তার ব্যবস্থা নেই। থানায় অভিযোগ করেছি।’

ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ জানান, মালিকরা নিজ দায়িত্বে গাড়ি রাখবে। তারা অবরোধ করে তেল বিক্রি বন্ধ করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, ‘রাত্রে একটি ট্রাক হারিয়ে যাওয়ায় অন্যান্য ড্রাইভার সকাল থেকে বিক্ষুব্ধ হয়ে প্যাম্প অবরোধ করেছিল। আমরা আলোচনা করে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করেছি। তেল বিক্রি বর্তমানে স্বাভাবিক।’

Link copied!