মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের একটি আদালত স্বাধীন সংবাদমাধ্যম ক্লুপের সাবেক দুই ভিডিও সম্পাদককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। সাংবাদিক ঝুমার্ট দুলাতোভ ও আলেকজান্ডার আলেকজান্দ্রভকে ‘মিথ্যা তথ্য ছড়ানো তথা গুজব এবং জনশৃঙ্খলা নষ্ট করার’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্য দুই আসামির সাজা স্থগিত করেছে আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এই আদেশ জারি করা হয় বলে জানিয়েছে রয়টার্স।
সাংবাদিকদের আইনজীবী অভিযোগগুলোকে বানোয়াট ও অন্যায় বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং স্বাধীন মিডিয়াকে নীরব করার প্রচেষ্টার অংশ। ২০২৫ সালের গোড়ার দিকে নিরাপত্তা বাহিনী ক্লুপের বর্তমান ও সাবেক কর্মচারীদের বাড়িতে অভিযান চালিয়ে ডুলাতোভ ও আলেকজান্দ্রভকে আটক করে। এ সময় তাদের সরঞ্জামও জব্দ করা হয়।
২০০৭ সালে প্রতিষ্ঠিত ক্লুপ মূলত দুর্নীতি ও মানবাধিকার বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়েছে। কর্তৃপক্ষ সংস্থার কার্যক্রম সীমিত করার চেষ্টা চালিয়েছে এবং অবশিষ্ট কর্মীরা বিদেশ থেকে কাজ করতে বাধ্য হয়েছেন। এছাড়া কিরগিজস্তানে ক্লুপের ওয়েবসাইট ব্লক করা হয়েছে।
এক সময় মধ্য এশিয়ার সবচেয়ে প্রাণবন্ত মিডিয়া ল্যান্ডস্কেপের অংশ হিসেবে বিবেচিত ছিল কিরগিজস্তান। কিন্তু ২০২০ সালের বিপ্লবের পর প্রেসিডেন্ট সাদির জাপারভ ক্ষমতা গ্রহণের পর থেকে সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধের মুখোমুখি। স্বাধীন সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা এখন আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছেন।
ক্লুপের এই ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী ও সাংবাদিক সংগঠনগুলো কঠোর নিন্দা জানিয়েছে। তারা কিরগিজস্তান সরকারের কাছে স্বাধীন সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের ন্যায্য ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ফেরাতে আহ্বান জানিয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন