এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আরব-আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আমিরাত অধিনায়ক।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাটি শুরু হবে রাত সাড়ে নয়টায়।
এর আগে, এই ম্যাচ খেলা নিয়ে অনেক নাটকীয়তার জন্ম হয়। মূলত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানিদের নিয়ে ভারতীয়দের অবজ্ঞা আর অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।
ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয়রা টসের পর পাকিস্তানের অধিনায়কের সাথে হ্যান্ডশেক করেনি। খেলা শেষেও পাকিস্তানিদের সাথে হ্যান্ডশেক না করে সোজা ড্রেসিংরুমে ঢুকে দরজা নক করে দেয় ভারতীয় ক্রিকেট দল।
ভারতীয়দের এমন আচরণের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে নালিশ করে, ভারত-পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চায় পাকিস্তান।
এ নিয়ে দুই দফায় আইসিসিকে মেইলও পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ডটি। কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তা আমলে নেয়নি। যে কারণে পাকিস্তান দলের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার গুঞ্জন ওঠে।
এমন পরিস্থিতিতে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে ঘণ্টাব্যাপী হোটেলে আলোচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি।
সেই বৈঠক শেষে জানা যায় পাকিস্তান ম্যাচ বর্জন করছে না। তারা হোটেল থেকে খেলার উদ্দেশ্যে মাঠের পথে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন