রাজধানীর আদাবরে কুপিয়ে হত্যা করা হয় রিপন ওরফে নিপু নামের এক যুবককে। এ ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গতকাল বুধবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। অভিযানে দুটি সামুরাই তরবারিও উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার ভোররাতে আদাবর থানার বালুর মাঠ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৬টার দিকে তিনি মারা যান।
হত্যাকা-ের পরপরই ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ‘ভাইগ্না ইমন’ ওরফে দাঁত ভাঙা ইমনকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দুটি ধারালো সামুরাই উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা গতকাল বলেন, ‘আমরা খবর পাই যে বালুর মাঠ এলাকায় একটি হত্যাকা- সংঘটিত হয়েছে। পরে তথ্য বিশ্লেষণ করে জানতে পারি, এলেক্স সবুজ, মনির ও ইমন এ ঘটনার সঙ্গে জড়িত। এরপর আমরা দ্রুত অভিযান চালিয়ে ইমন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করি। সবুজ ও মনির পালিয়ে যায়। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’ গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন