সিরাজগঞ্জ সদর উপজেলার একটি হত্যা মামলার রায়ে দুইজনকে দুই বছর করে এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন: সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেকের ৩ ছেলে আব্দুল আলিম, মোজাম আলী ও আব্দুর রউফ এবং মৃত জোসেফ উদ্দিনের ছেলে আবু বক্কার।
২ বছরের সাজাপ্রাপ্তরা হলেন, একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল্লাহ ও মোস্তাফিজুর রহমান।
মামলার বরাত দিয়ে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. রফিক সরকার বলেন, পূর্বশক্রতা ও গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরধরে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী আশরাফ আলীকে বাড়ির পাশের রাস্তায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর প্রথমে তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিক ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৬ সেপ্টেম্বর আশরাফ আলীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে সদর থানায় ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পিপি আরও বলেন, সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি আব্দুল আলিম, মোজাম আলী, আব্দুর রউফ ও আবু বক্কারকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং আব্দুল্লাহ ও মোস্তাফিজুরকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।
এ ছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমির হামজা সেখ ও লিলি খাতুন নামে দুইজনকে খালাস দিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন