নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে স্থানীয় মুদি দোকানদারকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৩২ বছর বয়সি মোহাম্মদ ইসমাইল। তার কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার বিস্তারিত জানা গেছে, ভুক্তভোগী ইসমাইল হোসেন জানান, সোমবার সকালে তিনি গাবুয়া ট্রেনিংয়ে ছিলেন। দোকানে ছিলেন তার মাদ্রাসাপড়ুয়া ছেলে। বিকেলে দোকানে কিছুক্ষণ বসার পর পুলিশ এসে নাম-ঠিকানা জিজ্ঞাসা করে এবং দোকান তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। ইসমাইল অস্ত্রটি তার নয় বলে জানালে পুলিশ তাকে থানায় নেয়।
পরবর্তী জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এ মাসের ৬ তারিখে মোহাম্মদ ইসমাইলের সঙ্গে ভুক্তভোগীর মামলার রায় ঘোষণার বিষয় রয়েছে। পুলিশ প্রাপ্ত তথ্য অনুসারে আসল অস্ত্রধারীকে শনাক্ত করে।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, জমি-বিরোধের জেরে ভুক্তভোগীকে মিথ্যা অস্ত্র মামলায় জড়ানোর চেষ্টা করছিল আটককৃত মোহাম্মদ ইসমাইল। তবে তদন্তে প্রকৃত অস্ত্রধারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে।
ইসমাইলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন