নাটোরের লালপুরে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মনোনয়ন বঞ্চিত ড. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা প্রতিবাদ করেছেন। এ সময় বনপাড়া-পাবনা মহাসড়কে যান চলাচল ধীরগতিতে সীমিত হয়ে যায়।
সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার কদমচিনাল এলাকায় এই ঘটনা ঘটে।
এর আগে, সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী হিসেবে সাবেক ক্রীড়ামন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করা হয়। পুতুল ও ড. ইয়াসির আরশাদ রাজন ভাইবোন।
মনোনয়ন ঘোষণার পরপরই ড. ইয়াসির আরশাদ রাজনের নেতৃত্বে, যুবদল নেতা মাসুদ রানা মজনুর নেতৃত্বে সমর্থকরা লালপুর উপজেলার কদমচিনাল গোধড়া এলাকায় বনপাড়া-পাবনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এ সময় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ড. ইয়াসির আরশাদ রাজনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কের মাঝখানে টায়ারে আগুন ধরানো হয়েছিল। এতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন