গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন।
তার ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবী। শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ ভাই।’
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
সালাহউদ্দিন আইউবী আরও লিখেছেন, ‘ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রিয়াজ ভাইকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সৌভাগ্য এই ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের তৃতীয় ধারার সাথে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার।
গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক দর্শন জনপরিসরে তুলে ধরব। দিনশেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে, ইনশাআল্লাহ।’
এ সময় তিনি রিয়াজ, তার দল এবং নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, ‘আশা করছি আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব। রাজনীতিতে সৃষ্টিশীলতার নজির দেখাব এবং নতুনত্বকে আলিঙ্গন করব।’
এ ধরনের স্ট্যাটাসে নেটিজেনরা কাপাসিয়ার রাজনীতিতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর এই নেতা প্রশংসিত হয়েছেন তার উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন