নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজের সভাপতিকে মৌলভীবাজারে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) নামের এই নেতা কক্সবাজার সদর থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি এবং কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে শেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, রাজিবুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় শিক্ষার্থীদের ওপর হামলা, উসকানিমূলক বক্তব্য এবং নাশকতার একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গত বছরের জুলাই মাসে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেন রাজিবুল ইসলাম মোস্তাক। ওই সময় গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি দাম্ভিকতার সাথে থ্রেট করে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফু দিয়ে উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন। সরকার পতনের পর প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন রাজিবুল ইসলাম মোস্তাক।
অবশেষে মৌলভীবাজারে অবস্থানকালে পুলিশের হাতে গ্রেপ্তার হন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি রাজিবুল ইসলাম মোস্তাক জানান, গ্রেপ্তার এড়াতে সে মৌলভীবাজার শেরপুর এলাকায় এসে আত্মগোপনের চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন