সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১২:২৭ পিএম

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১২:২৭ পিএম

পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে। ছবি- রয়টার্স

পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে। ছবি- রয়টার্স

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে দেশটির আধাসামরিক বাহিনী ফেডারেল কন্সটাবুলারির (এফসি) একটি সদরদপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় সাদ্দার-কোহাট সড়কে এফসির সদরদপ্তরের গেইটে আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তিন আত্মঘাতী বোমারু এফসির সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালায়, এতে তিনজন নিহত ও আরও পাঁচজন আহত হন।আহত পাঁচজনের মধ্যে দুইজন এফসি বাহিনীর সদস্য। তাদের সবাইকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা গুলি করতে করতে সদর দপ্তরটির ভেতরে প্রবেশ করে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। এফসির ডেপুটি কমাডান্ট জাভেদ ইকবাল জানান, এ হামলায় আধাসামরিক বাহিনীটির তিন সদস্য নিহত হয়েছেন।

এই সদরদপ্তরের অবস্থান পেশোয়ারের এক জনাকীর্ণ এলাকায়। এর কাছেই পাকিস্তান সামরিক বাহিনীর একটি ক্যান্টনমেন্ট আছে। এই এলাকার বাসিন্দা সফদার খান রয়টার্সকে বলেন, ‘সাদ্দার-কোহাট সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা এলাকাটি ঘিরে রেখেছেন।’

এখনো পর্যন্ত কোন জঙ্গি গোষ্ঠী পেশোয়ারে চালানো এ হামলার দায় স্বীকার করেনি। গত মাসে সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে তৎপর ইসলামপন্থি জঙ্গিরা হামলার মাত্রা বাড়িয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান শাসকরা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আর সেখান থেকে সীমান্ত অতিক্রম করে এসে তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!