গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা শাখার উদ্যোগে রঙিন বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আইডিইবি বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা শিক্ষার্থীরা অংশ নেন। র্যালির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন ও শিল্প খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আইডিইবির ৫৫ বছরের এই পথচলা গণপ্রকৌশল খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সহায়ক ভূমিকা রাখবে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন