ফেনীর সোনাগাজীতে ধানের শীষের পক্ষে প্রচারণা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণের কর্মসূচি উদ্বোধন করেছে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ)।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা কেন্দ্রীয় বড় মসজিদ গেইট থেকে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসপ সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিসপের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জিসপ ফেনী জেলা সভাপতি এম সাখাওয়াত হোসেন সাইফুল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দোলন।
লিফলেট বিতরণ কর্মসূচি কেন্দ্রীয় মসজিদ গেইট থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত পরিচালিত হয়। পরে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
জিসপ ফেনী জেলার সহসাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বেলালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মজুমদার, মোহাম্মদ ইলিয়াস হোসাইন, নূর কাশেম চান্দন, শাহাব উদ্দিন, একরামুল হক, হাফেজ আবু নাসের, মীর নাসির, মোহাম্মদ মোস্তফা, পাহাদ, সজীব, সম্রাট, সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন