রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আজ বুধবার (১৭ সেমেপ্টম্বর) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, বর্তমান সভাপতি অধ্যাপক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বৈঠক শেষে অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘ডাকসু ও জাকসু নির্বাচনে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা গেছে। আমরা চেয়েছি রাকসু নির্বাচনে সেসব যেন পুনরাবৃত্তি না হয়। বিশেষ করে অছাত্র ও বহিরাগতদের হস্তক্ষেপ যেন না থাকে এবং ওএমআর পদ্ধতিতে ভোট গণনায় স্বচ্ছতা বজায় থাকে- এসব বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছি।’
সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান, ‘আমরা প্রথমে চেয়েছিলাম নির্বাচনটি কিছুটা পিছিয়ে দেওয়া হোক, যাতে তা আরও অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু হয়। যদিও তা সম্ভব হয়নি, তবুও সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে যেসব অঘটন ঘটেছে, সেগুলো যেন রাকসুতে না ঘটে, সেই প্রত্যাশা থেকেই বারবার আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। ভোট বর্জনের পরিস্থিতি যেন না তৈরি হয়, সেটিই মূল উদ্বেগ।’
বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে তাদের পরামর্শকে আমরা ইতিবাচকভাবে নিয়েছি। নির্বাচন যেন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হয়- সেদিকে আমাদের মনোযোগ থাকবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন