বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:৩৪ পিএম

জয়ের পর সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:৩৪ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক ধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টাইগাররা এখন নবম স্থানে।

এশিয়া কাপের এই আসর শুরুর আগে বাংলাদেশ ছিল দশম স্থানে, আর আফগানিস্তান ছিল নবম স্থানে। গতকালের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে ২২২ হয়েছে, যা আফগানিস্তানের রেটিং পয়েন্টের সমান।

তবে পয়েন্টের সামান্য ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ এখন নবম স্থানে। আফগানিস্তান এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে।

এদিকে, তিন ম্যাচে দুই জয় ও এক হারে লিটন দাসদের ঝুলিতে এখন ৪ পয়েন্ট। আপাতত ‘বি’ গ্রুপে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। কিন্তু তাতেই সব নিশ্চিত নয়। এখনো সুপার ফোরে জায়গা পাওয়া নির্ভর করছে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ফলাফলের ওপর।

দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। তাদের সংগ্রহেও ৪ পয়েন্ট। তবে লঙ্কানদের নেট রান রেট +১.৫৪৬, যেখানে বাংলাদেশের রান রেট -০.২৭০। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের পয়েন্ট ২ হলেও, নেট রান রেট সবচেয়ে ভালো +২.১৫০।

বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ- শ্রীলঙ্কার জয়। যদি লঙ্কানরা আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা ও দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ জায়গা করে নেবে সুপার ফোরে। এমন ফলাফলে নেট রান রেটের হিসাব কষতে হবে না লাল-সবুজদের।

কিন্তু সমস্যা শুরু হবে তখনই, যদি শেষ ম্যাচে আফগানিস্তান জয় পায়। তখন তিন দলের পয়েন্টই হয়ে যাবে ৪ করে। সেই মুহূর্তে নেট রান রেট হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শ্রীলঙ্কার রান রেট অনেক এগিয়ে থাকায় বাংলাদেশকে টিকে থাকতে হলে চাই আফগানিস্তানের বড় ব্যবধানের জয়।

আফগানিস্তান যদি আগে ব্যাট করে, তাহলে তাদের লক্ষ্য হবে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানো। যেমন- ২০০ রান তুললে শ্রীলঙ্কাকে ১২৮ রানের নিচে আটকে ফেললেই কাজ হয়ে যাবে।

১৫০ করলে চাই ৮৪ রানের ব্যবধান। আর এমন পরিস্থিতিতেই হাসতে পারে বাংলাদেশ। কারণ এতে লঙ্কানদের রান রেট এতটাই কমে যাবে যে, বাংলাদেশ চলে আসবে এগিয়ে।

অন্যদিকে, যদি রান তাড়া করে আফগানিস্তান জেতে, তাহলে বাংলাদেশকে সুপার ফোরে নিতে হলে তাদের জিততে হবে দ্রুত সময়ে।

উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কার করা লক্ষ্য যদি তারা ৫০ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে, তবেই বাংলাদেশের সামনে খুলে যাবে পরবর্তী পর্বের দরজা।

তবে ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, তাহলেও বাংলাদেশই পাবে সুপার ফোরের টিকিট। কেননা, তখন তাদের পয়েন্টই হবে গ্রুপে দ্বিতীয় সর্বোচ্চ।

রূপালী বাংলাদেশ

Link copied!