রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবার প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন। গত মৌসুমে লা লিগায় ৩১টি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪৪টি গোল করে তিনি এ অর্জন করেন।
শুক্রবার রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের কোচ ও সতীর্থদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পেকে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, ক্যারিয়ারে প্রথমবার এই অ্যাওয়ার্ড পাওয়াটা আমার জন্য অনেক বড় অর্জন। রিয়ালের হয়ে খেলা আনন্দের, এটি আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আশা করি আরও অনেক বছর এখানে খেলতে পারবো। সতীর্থ ও সমর্থকদের ছাড়া এটি সম্ভব হতো না।
রিয়াল মাদ্রিদের হয়ে এটি এমবাপ্পের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ইতিহাসে তিনি এই পুরস্কার জেতা তৃতীয় খেলোয়াড়।
এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৪-১৫ মৌসুমে এটি জিতেছিলেন, আর বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি সর্বাধিক ছয়বার এই সম্মান অর্জন করেছেন।
চলতি মৌসুমে এমবাপ্পে লা লিগায় ১০ ম্যাচে ১১ গোল ও সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ১৬ গোল করেছেন এবং লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন