বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:২২ পিএম

রাকসু: ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ৬ দাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:২২ পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। ছবি- রূপালী বাংলাদেশ

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ৬ দফা দাবি জানিয়েছে ছাত্রদল মনোনিত প্যানেল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তারা এ দাবি জানান।

তবে ছাত্রদলের ম্যানুয়্যাল পদ্ধতিতে ভোট গণনার দাবিটি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ছাত্রদলের ৬টি দাবি হলো: 

  • ভোট গ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স নিশ্চিতকরণ,
  • ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ,
  • ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা,
  • ভোট সম্পৃক্ত ব্যতীত অন্য কাউকে কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে আসতে না দেওয়া,
  • লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষার্থে কালো টাকার প্রভাব প্রতিরোধ;
  • সকল প্রার্থীর জন্য নির্বাচনী আচরণবিধি মনিটরিঙের মধ্যে আনা।

স্মারক প্রদান শেষে প্যানেলে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের আচরণবিধি অনেকেই অমান্য করছে কিন্তু প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের এখানে দায়সারা ভাব দেখা গেছে। নির্বাচনী প্রচারণায় অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে। তবে আমরা এখনো পর্যন্ত প্রশাসন অথবা নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি। অনুরোধ করব নির্বাচন কমিশন যেন তাদেরকে সতর্ক করে।’

ছাত্রদলে দাবি না মানলে ভোট বর্জন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা পরিবেশ ও পরিস্থিতিই বলে দিবে। তবে ফলাফল যেটাই হোক না কেন আমাদের মেনে নিতে হবে। দিনশেষে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। শেষ পর্যন্ত ফলাফলের অপেক্ষায় থাকব।’

ছাত্রদলের দাবির পরে প্রেস ব্রিফিং করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘এই যুগে এসে ম্যানুয়েল পদ্ধতিতে ভোট গণনা করা অনেক দুরূহ একটি বিষয়। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন তাদের অন্য ৫টি দাবির ব্যাপারে আন্তরিক। ছাত্রদল অত্যন্ত বিজ্ঞ একটি দল। নির্বাচন কমিশন যেমন চায় নির্বাচন সুষ্ঠু-সুন্দর হোক, তারাও চায়। সুতরাং তারা বিষয়টি বুঝতে পারবে বলে আশা করি।’

রূপালী বাংলাদেশ

Link copied!