ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব স্পষ্ট করে জানিয়েছেন, ধানের শীষ প্রতীকসংবলিত কোট পিন পরিয়ে অর্থ আদায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমন কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মী জড়িত নয় বলেও উল্লেখ করেছেন তিনি।
শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
রাকিব বলেন, বিগত সময়ে ছাত্রদলের লোগো ও ধানের শীষ প্রতীকসংবলিত কোট পিন ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ আমাদের নজরে এসেছে। ছাত্রদলের কোনো ইউনিট বা নেতাকর্মী এসব কর্মকাণ্ডে জড়িত নয়। ৩ আগস্ট শাহবাগে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ছাত্রসমাবেশে এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, যদি কেউ এই ধরনের কার্যকলাপ করতে দেখা যায়, তাহলে তাদের তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করুন। প্রয়োজনে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন।
এদিকে, সমাবেশ সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ছাত্রদল সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছয় দফা নির্দেশনা জারি করেছেন:
১. ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না।
২. সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলক অবস্থান করতে হবে।
৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা কতে হবে।
৪. সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।
৫. ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।
৬. সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।
উল্লেখ্য, ৩ আগস্ট শাহবাগে অনুষ্ঠিতব্য ছাত্রসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপনার মতামত লিখুন :