নড়াইলের লোহাগড়ায় বিলে কচুরিপানার ভেতর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার মধ্য থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার হলদা গ্রাম থেকে অজ্ঞাত একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি নারী নাকি পুরুষের সেটা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। এটির পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে উপজেলার হলদা গ্রামের স্থানীয় এক কৃষক জমিতে বন মরা ওষুধ ছিটাতে যান। এক পর্যায়ে কচুরিপানার ভেতরে মানবদেহের হাড় দেখতে পান। পরে স্থানীয়রা খবর পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে কচুরিপানার নিচে আরও কিছু মানবদেহের কঙ্কাল খুঁজে পান। রাতে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ মানব দেহের কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করেন। তবে কঙ্কালটি নারী নাকি পুরুষের সেটি নিশ্চিত করতে পারেননি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন