লিওনেল মেসির হ্যাটট্রিকে মেজর লিগ সকারে ন্যাশভিল এসসি-কে ৫-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির জার্সিতে এক বছর পর আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন এই আর্জেন্টাইন মহাতারকা। এই হ্যাট্ট্রিকে লিগে গোল্ডেন বুট জেতার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।
এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলছিল ইন্টার মায়ামি। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। তবে ঘরের মাঠে ন্যাশভিল সহজে হাল ছাড়েনি। প্রথমার্ধের শেষদিকে দুই মিনিটের ব্যবধানে দ্রুত দুটি গোল করে তারা মায়ামিকে চমকে দেয়। ৪৩ মিনিটে স্যাম সুরিডজ গোল করে সমতা ফেরান। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৬ মিনিটে) জেকব শ্যাফেলবার্গ গোল করলে ন্যাশভিল ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আক্রমণে ধার বাড়ায় ইন্টার মায়ামি। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ সমতায় ফেরান লিওনেল মেসি। এর ঠিক চার মিনিট পরেই, ৬৭ মিনিটে দলের হয়ে এগিয়ে যাওয়ার গোলটি করেন তরুণ তারকা বাল্টাসার রদ্রিগেজ।
ম্যাচের একবারে শেষ দিকে ৮১ মিনিটে লিওনেল মেসি তার হ্যাটট্রিক সম্পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন। এই অসাধারণ ফিনিশিং-এ মায়ামি ৪-২ গোলে এগিয়ে যায়। এরপর ম্যাচের ইনজুরি সময়ে (৯০+১ মিনিটে) তেলাস্কো সেগোভিয়া মায়ামির হয়ে পঞ্চম গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন