আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত কোনো লোক নির্বাচনি দায়িত্বে থাকতে পারবে না জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (১৯ অক্টোবর) সিলেট পুলিশ লাইনসে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন এবার কারো পক্ষপাতিত্ব বরদাশত করবে না। নির্বাচন কমিশন আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে করবে না। বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পরবে না। আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী, আপনাদের সবার সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেন হয় সে জন্য কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন।’
কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে, তাই তাদের নির্বাচনে আসার সিদ্ধান্তসহ সবকিছুই স্থগিত রয়েছে।’
এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সে প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
পিআর পদ্ধতির দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন পদ্ধতি রাজনৈতিক বিষয়, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
সবার সহযোগিতায় ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সব বাহিনী প্রস্তুত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না বলেও জানিয়েছেন আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন