মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটাররা যেন ভুলেই গেছে, তারা ওয়ানডে ম্যাচ খেলছে— টেস্ট নয়।
আজ শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় দুপুর ১:৩০ মিনিটে। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাহী হোপ।
টস হেরে বাংলাদেশের হয়ে এদিন ব্যাট হাতে ওপেন করতে আসে সাইফ হাসান ও সৌম্য সরকার। ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রানের মাথায় দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।
অনেকদির পর জাতীয় দলে ফেরা সৌম্য সরকারও ব্যাট হাতে ব্যর্থ হয় এদিন। ব্যাক্তিগত ৬ বলে ৪ রান করে করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরে এই বাঁহাতি ওপেনার।
এদিন ব্যাটিংয়ে নেমে একের পর পর ডট বল খেলতে থাকে টাইগাররা। ডটের মিছিলে টেনেটেুনে ২৯.৫ ওভারে স্কোরবোর্ডে ১০০ রান যোগ করে মেহেদী মিরাজের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০০ রান। ক্রিজে ৩৩ বলে ১২ রানে খেলছে মাহিদুল ইসলাম অঙ্কন এবং ৭১ বলে ৩৩ রানে ব্যাট করছে তাওহীদ হৃদয়।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেয় জেইডেন সিলস, রোমারিও শেফার্ড এবং খ্যারি পিয়ের।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন