বলিউডের মিস্টার পারফেকশনিস্ট যখন নিজেই বলেন, ‘আমি চাই মানুষ যেন যেখানে খুশি, যখন খুশি সিনেমা দেখতে পারে’ -তখন সেটা কেবল বক্তব্য নয়, বরং সিনেমা দুনিয়ায় একটা বিপ্লবের ডাক। হ্যাঁ, ঠিক তা-ই ঘটেছে ‘সিতারে জামিন পার’-এর বেলায়। আমির খান এবার তার বহু প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে আসছেন ইউটিউবে, মাত্র ১০০ টাকায়!
আগামী ১ আগস্ট থেকে ইউটিউবের মুভিস অন ডীমান্ড বিভাগে দেখা যাবে ছবিটি। না, এটা বিনামূল্যে নয়। ছবিটি দেখতে হলে পকেট থেকে খসাতে হবে ১০০ টাকা। তবে একবার ভাড়া নিলেই ৩০ দিনের মধ্যে যেকোনো সময়ে দেখা যাবে, আর দেখা শুরুর পর ৪৮ ঘণ্টা পর্যন্ত যতবার খুশি দেখা যাবে এই আবেগঘন গল্প।

ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন-সহ ৩৮টি দেশে ছবিটি থাকবে স্থানীয় মুদ্রায় ভাড়ার উপযোগী।
শুধু তাই নয়, এই সিদ্ধান্তের পেছনে আছে একাধিক নাটকীয় মোড়। জানা গেছে, অ্যামাজন প্রাইম ভিডিও থেকে ১২০ কোটি টাকার অফারও ফিরিয়ে দিয়েছেন আমির। কারণ একটাই -তিনি চান সবাই যেন সহজেই সিনেমাটি দেখতে পারে। তার মতে, ‘ইউটিউবের মতো প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি মানে তা সত্যিকারের গণমানুষের নাগালে চলে যাওয়া।’
এই পদক্ষেপকে ‘স্মার্ট’ এবং ‘ভবিষ্যতমুখী’ বলে স্বাগত জানিয়েছেন পরিচালক হংসাল মেহতা। তার ভাষায়, ‘এটা ওটিটির বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং সিনেমার নতুন পথ খোঁজার প্রয়াস।’
সিনেমাটি দেখতে চাইলে মোবাইল, ল্যাপটপ কিংবা স্মার্ট টিভিতে ইউটিউব খুলে সার্চ করুন ‘সিতারে জামিন পার’। অথবা সরাসরি যান ’আমির খান টকিজ’ ইউটিউব চ্যানেলে। রেন্ট বোতামে ক্লিক করে সহজেই গুগল পে, ইউপিআই, ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করলেই হলো।

সবচেয়ে মজার অংশ? সিনেমা মুক্তির আগেই এর ডিজিটাল রিলিজের প্রচারণায় অংশ নিয়েছেন আমিরের ছেলে জুনেইদ খান। এক মজার বিজ্ঞাপনে আমির খান নিজেই বলেন, ‘তুইই তো আমাকে ‘বারবাদ’ করলি!’
আর জুনেইদের মুখে উঠে আসে সেই ‘নেপো কিড’ কথাটি -খোদ বাবার কাছ থেকেই! এই বিজ্ঞাপনটিও এখন ভাইরাল। তবে সব হিসাব ছাপিয়ে যেটা সবচেয়ে বড় কথা, তা হলো -‘সিতারে জামিন পার’ এবার আপনার হাতের মুঠোয়, খুবই সাশ্রয়ী মূল্যে। তাই মোবাইল বা টিভির পর্দা পরিষ্কার করে রাখুন, পপকর্ন গরম করুন, কারণ আমির খান আসছেন ইউটিউবে!
আপনার মতামত লিখুন :