গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৪ মে) সন্ধ্যায় এই হামলায় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ আঘাতপ্রাপ্ত হয়েছেন। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে তাকে বহনকারী গাড়িটিতেও।
এদিকে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা তামিম তামজীদ উৎস।
জানা গেছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম তামজীদ উৎস হাসনাতের ওপর হামলার ঘটনায় সারজিস আলমের একটি পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেন ।
পোস্টটি শেয়ার করে তিনি লিখেন, ‘সবাই দ্রুত এগিয়ে যান, যারা হামলা করেছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন।’ এ ছাড়া হাসনাতের ওপর হামলা প্রসঙ্গে আরও বেশ কয়েকজনের দেওয়া পোস্টেও একই মন্তব্য করেছেন ছাত্রদলের এ নেতা।
ছাত্রদল নেতা উৎসের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।
তবে সমালোচনার মুখে নিজের পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন ছাত্রদলের এ নেতা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছুক্ষণ আগে আমার করা একটা পোস্ট নিয়ে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।
‘হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার তথ্য যখন আমার সামনে আসে তখন আমি সেটা নিয়ে পোস্ট করার জন্য রিফাত রশিদের প্রোফাইলে যাই হাসনাতের উপরে হামলার পরবর্তী কোনো ছবি/ভিডিওর জন্য।
হঠাৎ করে খেয়াল করলাম রিফাত রশিদের প্রোফাইলে পোস্টটা আর দেখা যাচ্ছে না। অতঃপর হামলার নিউজটাকে ভ্রান্ত ভেবে আমি একটি ট্রল পোস্ট করি। পরবর্তীতে যখন হামলার সত্যতা পাই তখন আমি দ্রুততম সময়ের মধ্যে তা ডিলেট করে দেই।’
তিনি আরও বলেন, ‘আমার ওই পোস্টের জন্য ব্যক্তিগতভাবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি।
একই সাথে পরবর্তী সময়ে যেন কোনো মানুষের উপরে অন্যায়ভাবে হামলা করার সুযোগ কেউ না পায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই দেশে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেওয়ার জন্য।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন