কখনো প্রেম, কখনো পর্দা, আবার কখনো পোশাক। পিয়া বিপাশা আর গসিপ যেন একই বৃন্তে দুই কুসুম।
এবার স্পষ্ট জানান বিপাশা, ‘খোলামেলা’ পোশাক পরার পেছনে কারো চাপ নেই, বরং স্বামীই চান তিনি বোল্ড আউটফিটে থাকুন।
একটি গণমাধ্যমকে দেওয়া খোলামেলা স্বীকারোক্তিতে পিয়া বলেন, ‘আমার স্বামী অনেক খুশি। সে চায়, আমি খোলামেলা জামা পরি, এটা তার ভালো লাগে।’
তিনি জানান, অনেক সময় তার ছবি তোলেন স্বামী নিজেই, কখনো মেয়েও সাহায্য করে।
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত পিয়া এখন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে কাজ করেন। মডেলিং করেন বিভিন্ন ব্র্যান্ডের হয়ে। তার ভাষায়, ‘যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’
নেটিজেনদের কটাক্ষে মোটেও বিচলিত নন তিনি। বরং ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে কমেন্ট অপশনই বন্ধ করে দেন।
পিয়ার কথায়, ‘মানুষ আজেবাজে মন্তব্য করে। তারা বলে, কী কাপড় পরি, কেমন পোজ, এসব...।’
টাকা, খ্যাতি আর স্বামী-সন্তানকে ঘিরে গড়া পিয়ার জীবন এখন সম্পূর্ণ। বলেন, ‘আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি।’
২০১২ সালে লাক্স প্রতিযোগিতা দিয়ে শোবিজে পা রাখলেও আলোচনায় ছিলেন মূলত প্রেম ও পেশাগত সিদ্ধান্তের কারণে।
তাহসান খানের বিপরীতে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে অভিষেক, এরপর ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমায় বড় পর্দায়। তবে একাধিক সিনেমা থেকে নিজেই সরে যান কিংবা বাদ পড়েন।
ঢাকার এক ছেলের সঙ্গে সম্পর্ক, বিয়ে ভেঙে যাওয়া, এরপর মার্কিন নাগরিক রিজবেইয়ের সঙ্গে প্রেম, সবই ছিল আলোচনায়।
২০১৯ সালে চার মাস জানাশোনার পর বাগদান সারেন। চলতি বছরের শেষদিকে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বলে জানান পিয়া।
পশ্চিমে থেকে রীতিমতো ‘পূর্বের গসিপ কুইন’ হয়ে ওঠেন পিয়া বিপাশা। এ মুহূর্তে ইনস্টাগ্রামের ছবি আর সাহসী স্বীকারোক্তিতেই দাপিয়ে বেড়াচ্ছেন নেটদুনিয়া।
আপনার মতামত লিখুন :