সোমবার, ০৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:০৯ পিএম

সমর্থকদের কণ্ঠে ‘রোনালদো গো হোম’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:০৯ পিএম

সমর্থকদের কণ্ঠে ‘রোনালদো গো হোম’

ছবি : সংগৃহীত

ম্যাচের ঘড়িতে তখন ১২ মিনিট। ভায়াদোলিদের ঘরের মাঠ এস্তাদিও মিউনিসিপালে এক অভাবনীয় দৃশ্য। গ্যালারি থেকে মাঠের দিকে ঝরতে শুরু করলো ইউরো নোটের বৃষ্টি। 

৫০০ ইউরোর অসংখ্য নোট দেখে হতবাক হয়ে যান দুই দলের খেলোয়াড়েরা। প্রায় ৬০০০০ নকল ইউরো নোট উড়ে এসে পড়ে মাঠে।

নোটগুলো যখন মাঠের দিকে ছুড়ে মারা হচ্ছিল, তখন গ্যালারি থেকে ভেসে আসে একটাই স্লোগান—‘রোনালদো বাড়ি যাও!’

গতকাল বার্সেলোনার বিপক্ষে খেলা চলাকালীন ভায়াদোলিদের সমর্থকেরা এই অভিনব প্রতিবাদ জানান। তাদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্লাবের সভাপতি ও অন্যতম মালিক, ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

সমর্থকদের এই প্রতিবাদের কারণও স্পষ্ট। ২০১৮ সালে তিন কোটি ইউরো খরচ করে ভায়াদোলিদের মালিকানা কিনেছিলেন রোনালদো।

গ্যালারি থেকে যে নকল নোটগুলো ছোঁড়া হয়, তার মোট মূল্যও তিন কোটি ইউরো। এর মাধ্যমে সমর্থকেরা যেন রোনালদোকে সেই অর্থ ফেরত দিয়ে ক্লাব ছেড়ে যাওয়ার বার্তা দিতে চেয়েছেন।

পুরো প্রতিবাদ পর্বটিই ছিল প্রতীকী। ৫০০ ইউরোর নোটগুলো আসল ছিল না। সেগুলোর একপাশে রোনালদোর ছবি এবং অন্যপাশে ‘রোনালদো গো হোম’ লেখা ছিল।

মাঠকর্মীদের ঐ নকল নোটগুলো সরাতে বেশ বেগ পেতে হয় এবং কিছুক্ষণের জন্য খেলাও বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে বার্সেলোনা ২-১ গোলে জয়লাভ করে।

তবে এই পরাজয়ের আগেই ভায়াদোলিদের লা লিগা থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে। লিগ শেষ হতে তখনও পাঁচ ম্যাচ বাকি, তার আগেই দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ায় রোনালদোর প্রতি ক্ষুব্ধ সমর্থকেরা এমন অভিনব প্রতিবাদ দেখিয়েছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!