কুয়েতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমাদ আল-কুরাইবানিকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে।
তার স্থলে নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুলওয়াহাব আল-শাত্তি, যিনি গত রোববার থেকে দায়িত্ব পালন শুরু করেছেন।
কুয়েতি বিমান সংস্থার অভ্যন্তরীণ দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
সূত্র মতে, কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে আল-কুরাইবানিকে বরখাস্ত করার সিদ্ধান্ত আসে। তার নেতৃত্বে কোম্পানির কার্যক্রম নিয়ে কর্তৃপক্ষ অসন্তুষ্ট ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্তৃপক্ষের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমান নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা লঙ্ঘন এবং পূর্বের ত্রুটিসমূহ নির্ধারিত সময়ে সংশোধন না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়টার্সের হাতে থাকা এক চিঠিতে বলা হয়েছে, ‘বিমান নিরাপত্তা বিধিমালা অনুসরণে বারবার ব্যর্থতা এবং নির্ধারিত সময়ে ত্রুটি সংশোধন না করায়’ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিঠিটি কুয়েত এয়ারওয়েজের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। তবে, এ বিষয়ে জানতে আহমাদ আল-কুরাইবানির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :