নাটোরের লালপুরে চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামি মনি সরদারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান।
থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নাটোর ক্যাম্পের সহযোগিতায় উপজেলার বিলমাড়িয়া পদ্মারচর এলাকার অভিযান চালিয়ে মনির সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মো. মমিনুজ্জামান বলেন, গত রাতে অস্ত্র মামলায় আসামি মনি সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ (রোববার) তাকে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :