রাঙ্গামাটির রাজস্থলীতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জনসচেতনতামূলক অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে রাজস্থলী ফায়ার স্টেশনের উদ্যোগে উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে এ মহড়াটি অনুষ্ঠিত হয়।
মহড়ায় নেতৃত্ব দেন রাজস্থলী ফায়ার স্টেশনের কর্মকর্তা জুয়েল বড়ুয়া। উপস্থিত ছিলেন রাজস্থলী ফায়ার সার্ভিসের সাহসী ফায়ার ফাইটার সদস্যরা। মহড়ায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয়, দুর্ঘটনা ঘটলে দ্রুত কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক সংযোগজনিত বিপদ এড়ানোর উপায়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবভিত্তিক প্রদর্শনী করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, অর্থ সম্পাদক শহীদ চৌধুরী, রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সুমন খান, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, যুগ্ম সম্পাদক উচ্চপ্রু মারমা—সহ বাজারের অসংখ্য ব্যবসায়ী ও পথচারী।
জুয়েল বড়ুয়া বলেন, ‘অগ্নিকাণ্ড একটি ভয়াবহ দুর্ঘটনা। আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত পদক্ষেপ নিতে হয়, তা জানা অত্যন্ত জরুরি। ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনে চললে অনেক বড় দুর্ঘটনাও এড়ানো সম্ভব। গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা, বৈদ্যুতিক তারের নিয়মিত পরীক্ষা, দোকান বা ঘরে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা—এ ধরনের ছোট সচেতনতা বড় ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন হোন। বাজার, ঘরবাড়ি কিংবা অফিস—যেখানেই হোক, আগুন প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’
বাজারের ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের এই উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন