চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।
তিনি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের সদস্য।
রোববার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করেন ওই কলেজের শিক্ষার্থীরা।
এ বিষয়ে চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মহসিন কলেজে যায়। পরে ওই ছাত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
ওসি বলেন, ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন শিক্ষার্থীরা বলে অভিযোগ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন